ঢালিউড সুপারস্টার শাকিব খান ছবিতে অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন বহু আগেই। বড় পর্দার তারকা অভিনেতা এবার নাম লিখিয়েছেন ক্রীড়াজ্ঞানে। সবশেষ বিপিএলে ঢাকা ক্যাপিটালস দল কিনে ক্রিকেট মহলেও পরিচিতি পেয়েছেন।
বিজ্ঞাপন
আজ রোববার (১৬ মার্চ) রাজধানীর এক পাঁচতারকা হোটেলে ‘রিমার্ক হারলান’-এর জমকালো এক অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান সময়ের সেরা অভিনেতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিমসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
ওই অনুষ্ঠানে বিপিএল নিয়ে অভিনেতা বলেন, ‘ইনশাল্লাহ পরবর্তী বিপিএলে দেখা হবে, ভালোভাবেই দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হচ্ছে। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা।’
বিজ্ঞাপন
গত আসরে ঢাকা ভালো করতে না পারলেও দলের হয়ে দুর্দান্ত খেলেছিলেন সাব্বির রহমান। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন দলটির মালিক শাকিব।এই ক্রিকেটারকে নিয়ে অভিনেতা বলেন, ‘সাব্বির অনেক চমৎকার খেলেছে, এবার ছয়ের বন্যা বইয়ে দিয়েছে।’ তার কথায় পরিস্কার বোঝা গেল বিপিএলের পরবর্তী আসরে এই হার্ডহিটার ব্যাটারকে আবারো ঢাকা ক্যাপিটালসের জার্সি গায়ে দেখতে পাবে ক্রিকেট প্রেমীরা।