জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে সকাল ৯টা থেকে। তবে প্রথম তিন ঘণ্টায় বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোটকেন্দ্র ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে আশাবাদী নির্বাচনি কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের কেন্দ্রে গিয়ে জানা যায়, ব্যালট পেপারে স্বাক্ষর নিতে কিছুটা সময় লেগেছে। ৩ ঘণ্টায় এই কেন্দ্রে প্রায় ১২০ জন শিক্ষার্থী ভোট দিয়েছেন, কেন্দ্রের মোট প্রায় ৫০০ জন। অর্থনীতি বিভাগের কেন্দ্রে ৩ ঘণ্টায় ভোট পড়েছে ১১০টি, এখানে মোট ভোটার ৪২৪ জন। এছাড়া, সমাজকর্ম বিভাগে প্রথম ৩ ঘণ্টায় ৫১৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৯৭ জন। অধিকাংশ কেন্দ্রের চিত্র এমনই।
এদিকে আইন বিভাগের কেন্দ্রে ভোট পড়েছে ১৯০টি যেখানে মোট ভোটার ৪৬৫ জন। ভোটার উপস্থিতি নিয়ে আইন বিভাগের রিটার্নিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদি বলেন, ‘ভোট গ্রহণ শুরু হওয়ার সময় ভোটার উপস্থিতি কম থাকলেও এখন আস্তে আস্তে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে।’
প্রতিনিধি/এমআই


















