বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

জকসু নির্বাচন

যেই নির্বাচিত হোক, তার সঙ্গে কাজ করব: ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

যেই নির্বাচিত হোক, তার সঙ্গে কাজ করব: ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী
ভোট দিচ্ছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী মো. রাকিব।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রাকিব বলেছেন, জকসুতে যেই নির্বাচিত হোক, আমি তার সঙ্গে কাজ করব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমি সবসময় নিজেকে প্রস্তুত রাখব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


বিজ্ঞাপন


মো. রাকিব বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর আজ জকসু নির্বাচন হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা চাই সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হোক। ফলাফলের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মাঠে থাকব।’

তিনি বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণে কোনো বড় ধরনের অনিয়মের খবর পাওয়া যায়নি। ফলাফল নিয়ে তিনি আশাবাদী।

এর আগে ছাত্রদল সমর্থিত প্যানেল ম্যানুয়ালি পদ্ধতিতে ভোট গণনার দাবি জানালেও নির্বাচন কমিশন মেশিন রিডেবল সিস্টেমে (ওএমআর) ফলাফল গণনা ও প্রকাশের সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, ‘আপাতত আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কোনো পোলিং এজেন্ট যদি ব্যালট বা ভোটগ্রহণে কোনো সমস্যা দেখতে পান, তাহলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্তদের জানাবেন।’


বিজ্ঞাপন


এবার জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫ । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে মোট ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।

ভোটগ্রহণ শেষে ৬টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় মিলনায়তনে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।

গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া, একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

এসএইচ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর