বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

‎জকসু নির্বাচন: ব্যালট নম্বর প্রদান করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ‎জবি
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

‎জকসু নির্বাচন: ব্যালট নম্বর প্রদান করার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ব্যালট নম্বর প্রদান করার অভিযোগ উঠেছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের পোলিং এজেন্টদের বিরুদ্ধে।

‎মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হলে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এ অভিযোগ করেন।

‎ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ইব্রাহিম খলিল বলেন, ভোট স্লিপের নামে একটি ছাত্রদলের ভোটার তালিকা দিয়ে ভোটারদের কেন্দ্রে পাঠানো হচ্ছে। অর্থনীতি বিভাগের কেন্দ্রে আমি দেখেছি, একজন পোলিং এজেন্ট ভোটারদের লিখে লিখে ছাত্রদলের নির্দিষ্ট ব্যালট নম্বরে ভোট দিতে বলছেন। আমরা এসব অনিয়মের দ্রুত সমাধান চাই।

‎এদিকে ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনকে কার্যত জিম্মি করে রাখা হয়েছে। নিজেদের ব্যালট নম্বর ও স্লিপ ভোটারদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতির চর্চা নয়। আমরা এর অতিদ্রুত সমাধান দাবি করছি।

‎এ বিষয়ে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব বলেন, যখন আমরা দেখতে পেলাম একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন কেন্দ্রে এবং ক্যাম্পাসে আছে তখন আমরা নির্বাচন কমিশন এবং প্রক্টরের সঙ্গে কথা বললাম তখন আমাদের ব্যালট এর বিষয়ে অনুমতি দেওয়া হয়।

‎এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, আমরা এমন কোনো নির্দেশনা দেইনি যেখানে কেন্দ্রে ব্যালট নাম্বার বা অন্য কিছু নিয়ে যাওয়া যাবে।

‎উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে জকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুনরায় ৬ জানুয়ারি জকসু নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর