সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পাসের হারে এগিয়ে ঢাকা, সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম

শেয়ার করুন:

পাসের হারে এগিয়ে ঢাকা, সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে
পাসের হারে এগিয়ে ঢাকা, সর্বনিম্ন কুমিল্লা বোর্ডে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৫৮ দশমিক ৮৩। পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। গত বছর পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজারের বেশি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির এ ফলাফল প্রকাশ করেন।

বিভিন্ন বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে এ বছরের মোট পাসের হার ৬৪ দশমিক ৬২। পাসের হার সবচেয়ে কম কুমিল্লা শিক্ষা বোর্ডে, পাসের হার ৪৮ দশমিক ৮৬।

এ ছাড়া রাজশাহীতে ৫৯ দশমিক ৪০ শতাংশ, যশোরে ৫০ দশমিক ২০ , চট্টগ্রামে ৫২ দশমিক ৫৭, বরিশালে ৬২ দশমিক ৫৭, সিলেটে ৫১ দশমিক ৮৬, দিনাজপুরে ৫৭ দশমিক ৪৯, ময়মনসিংহে ৫১ দশমিক ৫৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।


বিজ্ঞাপন


এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর