সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এবারও শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

এবারও শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ

প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষায় ফলাফলে শীর্ষস্থান ধরে রেখেছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ। এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই জিপিএ-৫সহ কৃতকার্য হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল ঘোষণার পর এ তথ্যটি নিশ্চিত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদরুন নাহার।


বিজ্ঞাপন


তিনি জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় এবার এ কলেজ থেকে ৪৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মাঝে সবাই প্রকাশিত ফলাফলে জিপিএ-৫ অর্জন করেছেন। বহুল প্রত্যাশিত এ ফলাফল কলেজের জন্য গৌরব ও আনন্দ বয়ে এনেছে। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সকল অভিভাবক ও ফেনীবাসী তথা দেশের সকলের মাঝে।

 

অধ্যক্ষ জানান, সেনাসদরের দিক নির্দেশনা, ক্যাডেটদের প্রচেষ্টা, প্রশিক্ষিত শিক্ষকমন্ডলীর আন্তরিক পাঠদান, বর্ষপঞ্জি অনুযায়ী পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রদান ও সুশৃঙ্খল পরিবেশ ক্যাডেটদের এই ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অভিভাবকদের অনুপ্রেরণা একই সঙ্গে অত্যন্ত ইতিবাচক প্রভাব রেখেছে বলে আমি মনে করি। এই ফলাফলের জন্য আমি সকল পরীক্ষার্থী, অভিভাবক ও কলেজের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর