সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এ বছর জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১০:১৪ এএম

শেয়ার করুন:

এ বছর জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪
এ বছর জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ (ফাইল ছবি)

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ হাজার জন শিক্ষার্থী। গত বছর অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য জানায়। সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করা হয়। এর মধ্যে রয়েছে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড— ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। প্রতিটি বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করেছে।

শিক্ষার্থীরা তিনটি উপায়ে ফল জানতে পারবে। অনলাইনে ফল দেখতে হলে শিক্ষার্থীদের www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তথ্য পূরণ করতে হবে। এছাড়া, মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে— HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫— এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: HSC DHA 123456 2025। এছাড়া, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা পরীক্ষাকেন্দ্র থেকেও ফল জানতে পারবে।

ফল প্রকাশের পর যারা নিজের প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট নন, তারা ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে পারবেন আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে, নির্ধারিত ওয়েবসাইট https://rescrutiny.eduboardresults.gov.bd গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কোনো শিক্ষাবোর্ড বা প্রতিষ্ঠান সরাসরি আবেদন গ্রহণ করবে না।

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। তবে, প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেয়নি। সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এএসএল/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর