সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৩ এএম

শেয়ার করুন:

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।


বিজ্ঞাপন


পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, এ বছর পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ নেন। এর মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। এর মধ্যে পাস করেছেন ৩৭ হাজার ৬৬ জন। 

 

এছাড়া গত বছর বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর