শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিপিএ ফাইভে এগিয়ে মেয়েরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৩:৩৫ পিএম

শেয়ার করুন:

GPA
ফাইল ছবি।

প্রকাশ হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সবার নজর জিপিএ ফাইভের দিকে। এবার মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে এগিয়ে মেয়েরা। সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৭৭ হাজার ৭১৬ জন ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছেন।

অন্যদিকে ছেলেরা জিপিএ ফাইভ পেয়েছেন ৬১ হাজার ৩১৬ জন। অর্থাৎ এবার ছেলেদের থেকে ৮ হাজার ২০০ জন বেশি ছাত্রী জিপিএ ফাইভ পেয়েছেন।  
 
গত বছর সারাদেশে জিপিএ ফাইভ পেয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। সেই হিসাবে এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৪৩০৯৭ জন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। 

এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৮৩ শতাংশ। অর্থাৎ, এবার পাসের হার কমেছে ১৪ দশমিক ৫৯ শতাংশ। 

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এ পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। তাদের মধ্যে ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন এবং ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন ফরম পূরণ করেছিলেন।


বিজ্ঞাপন


যদিও পরীক্ষার প্রথম দিনেই সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। পরে এ অনুপস্থিতির সংখ্যা আরও বেড়েছিল। সবমিলিয়ে প্রায় ১৯ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেন।

এএসএল/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর