দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬৭ দশমিক ৩ শতাংশ। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস ও জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ বিষয়টি জানা যায়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর শিক্ষাবোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ছাত্রদের মধ্যে পাসের হার ৬৪ দশমিক ৩৮ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৬৯ দশমিক শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৬২ জন। এর মধ্যে ছাত্রীরা জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫১৬ জন।
এই বোর্ডে এবার ১ লাখ ২২ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় পাস করেছে। মোট পরীক্ষাথীর সংখ্যা ছিল ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন। এর মধ্যে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৩৫ জন। বিভাগের ৮ জেলায় ২৭৮২ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ২৮০টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করে। এবারের পরীক্ষায় বহিষ্কৃত হয়েছে ৫৯ জন পরীক্ষার্থী।
শতভাগ পাসকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি ও পাস শূন্য শিক্ষাপ্রতিষ্ঠান ১৩টি। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছেন দিনাজপুর জেলায়। এই জেলায় জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৬৩ জন।
এর পরেই রয়েছে রংপুর। এখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৪৮ জন। এছাড়া গাইবান্ধায় ১ হাজার ৮১২ জন, নীলফামারীতে এক হাজার ৭৪২ জন, কুড়িগ্রামে ১ হাজার ১৫৮ জন, লালমনিরহাটে ৬২২ জন, ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৮২২ জন এবং পঞ্চগড়ে ৭৯৫ জন জিপিএ-৫ পেয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ











































