রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১০ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

বরিশাল শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এদিকে বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ ফাইভের বেলায় এবারেও ছেলেদের চেয়ে মেয়ে শিক্ষার্থীরা এগিয়ে।

এ বছরে ছেলেদের পাসের হার ৪৮ দশমিক ৪৫ ও মেয়েদের পাশের হার ৬৩ দশমিক ৩৮ শতাংশ। পাশাপাশি মেয়েরা ১ হাজার ৬৮৫ টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা মোট ১ হাজার ৪২৯টি জিপিএ-৫ পেয়েছে। আর বিষয় ভিত্তিতেও পাসের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগে এগিয়ে রয়েছে মেয়েরা।


বিজ্ঞাপন


বরিশাল শিক্ষা বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। আর মোট ১৯৪টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। এর মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন।

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলে এমন অবস্থার কারণ বেশির ভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন তারা ইংরেজি ও গণিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এমন অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর