শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মার্চ ২০২৫, ০৭:৪১ পিএম

শেয়ার করুন:

loading/img

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ঢাকা কলেজের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে মূল ফটকের সামনে এসে শেষ হয়।

এসময় তারা ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’; ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’; ‘ফ্যাসিস্টের দালালেরা হুঁশিয়ার সাবধান’; ‘হলে হলে খবর দে, আওয়ামী লীগের কবর দে’; ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’; ‘আপস না সংগ্ৰাম? সংগ্ৰাম সংগ্ৰাম’; ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’ ইত্যাদি স্লোগান দেয়।


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের মুখপাত্র আশরাফুল ইসলাম বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। ১১ মার্চ এ কয়েকটি দল আওয়ামী লীগকে শর্ত সাপেক্ষে নির্বাচন করার অনুমতি দিয়েছে। যেকোনো শর্ত বা বিনিময়ের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচন করার অনুমতি দেওয়া শহীদদের রক্তের সাথে বেইমানি করা। ২৪’র সৈনিকরা এটা কখনও মেনে নেবে না।

তিনি আরও বলেন, আমরা সরকারকে আহ্বান করছি অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি তাদের নিষিদ্ধ করা না হয় তাহলে ছাত্রসমাজ আবার প্রতিরোধ গড়ে তুলবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখা সভাপতি আফজাল হোসাইন রাকিব বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগের কবর রচনা করা হয়েছে। কেউ আবার আওয়ামী লীগকে কবর থেকে তুলে বাংলার মাটিতে দাঁড় করাতে চাইলে, তার কবর রচনা করা হবে। আওয়ামী লীগের ঠিকানা বাংলাদেশে হবে না।

এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub