সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া ইট ভাটা এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। ঘটনা স্থলে দুই জন নিহত হলেও পরে চিকিৎসারত অবস্থায় আরেক জনের মৃত্যু হয়। চিকিৎসারত অবস্থায় বেথুলিয়া গ্রামের নির্মল বিশ্বাস (৬০) নামের আরেক জন নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও ইজিবাইকের অনন্ত ১৫ জন আহত হয়েছে।

দুর্ঘটনার বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, রোববাব (৩ এপ্রিল) দুপুরে কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ও একটি ইজিবাইকের সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘঁনটাস্থলে ইজিবাইক চালক রাব্বি হোসেন (২৩) এবং যাত্রী জসিম মিয়া (২৪) নিহত হয়। নিহত রাব্বি পার্শ্ববর্তী আওনাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র এবং জসিম ভাবনপাড়ার রশিদ মিয়ার পুত্র।


বিজ্ঞাপন


নিহতদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আহতদের কে মহম্মদপুর ও মাগুরা ২৫০ শয্যা হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

ঘঁটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধোতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন