রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

তৃতীয় লিঙ্গদের মুখে হাসি ফুটল

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

loading/img

শীতের প্রকোপ বেড়েই চলছে। এই শীতে গরীব, অসহায় ও তৃতীয় লিঙ্গদের সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষ অর্থাভাবে শীতবস্ত্র কিনতে পারেন না। এসব শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ।

রোববার (১৫ জানুয়ারি) মির্জাপুর পৌর শহরের কলেজ রোডের সৈয়দ টাওয়ারে নিজ কার্যালয়ে তৃতীয় লিঙ্গ (হিজরাদের) মাঝে শীতবস্ত্র কম্বল উপহার প্রদান করেছেন। এর আগে ছিন্নমুল ও পরিবহন শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়।


বিজ্ঞাপন


এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদুর রহমান লাভু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রউফ প্রমুখ।

সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, সমাজের অন্য মানুষের মতো তৃতীয় লিঙ্গের মানুষেরও নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। সেই দিক বিবেচনা করে তাদের জন্য এ শীতে কম্বল উপহার দেওয়া হয়েছে। পুরো শীতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর