সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের একদিন পর ১২ বছরের শিশুর লাশ মিলল পুকুরে

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে নূর মোহাম্মদ নিরব (১২) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত নূর মোহাম্মদ নিরব উপজেলার কেশারপাড় ইউনিয়নের তরিক উল্যার বাড়ির মো. নুরনবীর ছেলে।  


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে নিরব নিখোঁজ ছিল। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুটি মৃগী রোগে আক্রান্ত ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন