নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে পড়ে জামালপুরে হামিদুর রহমান (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর উপজেলার তেঘুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নির্মাণশ্রমিক হামিদুর রহমান একই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।
নিহতের চাচা ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফছার সরদার ঢাকা মেইলকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তেঘুরিয়া গ্রামের কাউসারের বাড়িতে একটি ভবন নির্মাণের কাজ করছিলেন হামিদুর। মঙ্গলবার বিকেলে কাজ করার সময় নির্মাণাধীন ভবনের একটি পিলার ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আরও পড়ুন: ‘আমার লাশটা আগুনে পুড়িয়ে পাহাড় নদীর বাতাসে উড়িয়ে দিও’
হামিদুর রহমান এক ছেলে ও এক মেয়ের জনক। এ ঘটনায় তার স্ত্রী কিংবা পরিবারের অন্য কেউ থানা বা আদালতে কোনো অভিযোগ করবেন কি-না তা নিশ্চিতভাবে জানাতে পারেননি সাবেক এই মেম্বার। তবে বিষয়টিতে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনও কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
/আইএইচ