শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিল্পীদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত না: জেমস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ এএম

শেয়ার করুন:

loading/img

ঝাকড়া চুলের বাবরি দোলানো গানের পুরুষ মাহফুজ আনাম জেমস। দেশের একমাত্র আন্তর্জাতিক মানের রকস্টার। ভালোবেসে অনুরাগীরা তাকে ‘গুরু’ বলে ডাকেন। উপমহাদেশজুড়ে অসংখ্য ভক্ত তার।

বলিউডে স্থায়ী না হওয়ার কারণ জানালেন জেমস


বিজ্ঞাপন


ক্যারিয়ারে কণ্ঠ দিয়েছেন বাংলা, হিন্দি সিনেমার গানসহ আটটি একক অ্যালবামে। এরমধ্যে ‘ভিগি ভিগি’, ‘কবিতা…’, ‘ছেলে আমার বড় হবে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ গানগুলো তুমুল জনপ্রিয়।

james-photo-20220430131326_20241002_180148428

সম্প্রতি গণমাধ্যমের এক স্বাক্ষাৎকারে সংগীতশিল্পীকে প্রশ্ন করা হয় কখনও রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন? সরল স্বীকারোক্তিতে তিনি বলেন, ও আসেই। জীবনে অনেক এসেছে।

জন্মদিনে কী করেন জেমস?


বিজ্ঞাপন


এরপরেই প্রশ্ন করা হয় রাজনীতি নিয়ে আপনার জীবনদর্শন কী? এমন প্রশ্নের জবাবে স্বল্পভাষী জেমসের কথায়, আমি একজন শিল্পী, শিল্পীরা রাজনীতিসচেতন হতে পারেন। কিন্তু তাদের রাজনীতিতে যোগ দেওয়া উচিত বলে মনে করি না। আর যদি রাজনীতিই করতে হয়, সব ছেড়ে ফুলটাইম রাজনীতি করা উচিত। 

965c27f225ee6360f7d96bb20830e009-651a433aaab52_20241002_180122590

অসংখ্যা দর্শকপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে দীর্ঘদিন ধরেই নতুন গানের দেখা পাচ্ছে না দর্শকরা। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন গান নিয়ে চিন্তাভাবনা করছি। কিছু গানের কাজ চলছে। হঠাৎ করে দেখবে যে গান চলে এসেছে। এরপর থেকে গান আসতেই থাকবে, আসতেই থাকবে।

বিপিএল মাতাবেন জেমস?

সবশেষ বর্তমান সময়ের ব্যস্ততার ফিরিস্তি শোনালেন, দেশে এবং দেশের বাইরে বেশ কিছু আয়োজন রয়েছে। আগামী মাসে সৌদি সরকারের আমন্ত্রণে দাম্মাম আর জেদ্দায় যাচ্ছেন। সেখানে ২ ও ৯ মে গান শোনাবেন। এরপর লম্বা সফরে যুক্তরাষ্ট্রে যাবেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর