ফেসবুক খুললেই চোখে পড়ে অমুক গ্রুপ তমুক গ্রুপে অ্যাড নোটিফিকেশন। আপনার ফেসবুক ফ্রেন্ডরা তাদের গ্রুপে অ্যাড করার জন্য নোটিফিকেশন পাঠায়। গ্রুপে অ্যাড নোটিফিকেশন অনেকের কাছেই বিরক্তিকর। জানুন কীভাবে গ্রুপ অ্যাড নোটিফিকেশন বন্ধ করবেন।
অ্যানড্রয়েড ফোনে
বিজ্ঞাপন
ফেসবুক গ্রুপের নোটিফিকেশন আসা বন্ধ করতে প্রথমে স্মার্টফোন থেকে ফেসবুক চালু করতে হবে। এবার অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে ডান পাশের কোনায় থাকা তিন লাইন আইকন চাপতে হবে।
আইফোনে
আইফোন হলে অ্যাপের নিচে তিন লাইন আইকন দেখা যাবে। এবার All shortcuts বিভাগের নিচে থাকা Groups অপশন নির্বাচন করে পাতার ওপরের ডান পাশে থাকা সেটিংস আইকনে (গিয়ারের মতো আকৃতির) ক্লিক করলেই Group settings অপশন পাওয়া যাবে।
বিজ্ঞাপন
Group settings অপশন থেকে Notifications সেটিংসের ওপর ক্লিক করলেই আপনি যেসব ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত, সেসবের তালিকা দেখা যাবে। প্রতিটি গ্রুপের ডান দিকে একটি বোতাম রয়েছে। যে গ্রুপের নোটিফিকেশন বন্ধ করতে চান, সেটির (Highlight) আইকনে ক্লিক করলেই All posts, Highlight, Friends posts ও Off অপশন দেখা যাবে।
আরও পড়ুন: ফেসবুকে 'পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করার উপায়
নির্দিষ্ট গ্রুপের সব নোটিফিকেশন আসা বন্ধ করতে হলে Off নির্বাচন করতে হবে। Highlight নির্বাচন করলে গ্রুপে বিনিময় করা আলোচিত বা গুরুত্বপূর্ণ পোস্টের নোটিফিকেশন দেখা যাবে। শুধু বন্ধুদের পোস্টের নোটিফিকেশন পেতে হলে Friends posts অপশন নির্বাচন করতে হবে।
এজেড