জাতীয় ভিডিওগ্রাফি প্রতিযোগিতায় বিশেষ পুরস্কারে ভূষিত হওয়ায় মো. আশিকুর রহমান সৌরভকে সংবর্ধনা দিয়েছে নড়াইলের স্থানীয় সামাজিক সংগঠন ‘ঊষার আলো ফাউন্ডেশন।’
বুধবার (২ এপ্রিল) সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দেড়শত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
বিজ্ঞাপন
এদিন সামাজিক সংগঠন ঊষার আলো সূর্যসংঘ, নড়াইলের পক্ষ থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হতে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ।
এ ছাড়াও মো. মিনাজুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, এস.এম. তাসকির আহম্মেদ, সাখাওয়াত-উল-ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।
অনুভূতি ব্যক্ত করে সৌরভ বলেন, ‘আজকে সংবর্ধনা পেয়ে আমার খুবই ভালো লাগছে। সংবর্ধনা মানে শুধু একটি ক্রেস্ট বা উপহার সামগ্রী নয়, এটি একটি সম্মান এবং আরও ভালো করে কাজ করার অনুপ্রেরণা। আমি ধন্যবাদ জানাই ঊষার আলো ফাউন্ডেশনকে, তারা এত সুন্দর একটি আয়োজন করেছেন।’
উল্লেখ্য, গত বছরের ২১ ডিসেম্বর জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে আশিকুর রহমান সৌরভকে জাতীয় ফাউন্ডেশন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে ভিডিওগ্রাফি বিষয়ে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/একেবি