সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

যশোরে বেয়াইয়ের চোখ তুলে হত্যা: বেয়াইনসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ এএম

শেয়ার করুন:

loading/img

যশোরে বেয়াইয়ের চোখ তুলে হত্যার ঘটনায় বেয়াইন মাসুরা বেগমসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।

 সোমবার (৩১ মার্চ) নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মাসুরা বেগমসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের ছেলে মেহেদী হাসানের সঙ্গে অভিযুক্ত মাসুরা বেগমের মেয়ের বিয়ে হয়। মাসুরা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে লোক পাঠানোর ব্যবসা করেন। মেহেদীকে বিদেশে পাঠানোর জন্য ১৫ লাখ টাকা চুক্তি হয়। এরই মধ্যে মাসুরা বেগমকে ১২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনেও মেহেদীকে বিদেশে পাঠানোর ব্যবস্থা না হওয়ায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

আরও পড়ুন

যশোরে বাজি ফোটানোকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক খুন

গত ২৯ মার্চ সিরাজুল ইসলাম ও তার ভাই মফিজুল ইসলাম মাসুরা বেগমের বাড়িতে গিয়ে টাকা ফেরত চান। এ সময় মাসুরা বেগমসহ অন্যান্য অভিযুক্তরা সিরাজুল ইসলামের ওপর হামলা চালায়। তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহত সিরাজুল ইসলামের ভাই মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মাসুরা বেগমসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন


মামলার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত জানিয়েছেন, ঘটনায় পরপরই অভিযুক্ত মাসুরা বেগমকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকে জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন