রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

ভাঙ্গুড়ায় মিল থেকে খাদ্য অধিদফতরের ১৬০০ বস্তা চাল জব্দ

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

পাবনা ভাঙ্গুড়া উপজেলার অষ্টামনিষা এলাকার রহিম কালার সর্টার ও পুষ্টি মিল থেকে খাদ্য অধিদফতরের ১ হাজার ৬২০টি চালের বস্তা জব্দ করা হয়েছে। এছাড়াও কুষ্টিয়ার বিখ্যাত শিহাব ও রাজশাহী আম মার্কা চালের বস্তাও জব্দ করা হয়েছে। এসব বস্তায় অবৈধভাবে নিম্নমানের চাল বাজারজাত করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরের অষ্টামনিষার ঝবঝবিয়া এলাকার রহিম কালার সর্টার ও পুষ্টি মিলে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী।


বিজ্ঞাপন


তিনি জানান, আমরা বিপুল পরিমাণ খাদ্য অধিদফতরের ১ হাজার ৬২০টি চালের বস্তা জব্দ করা করেছি। এসব বস্তায় নিম্নমানের চাউল বাজারজাত করে আসছিল। এছাড়াও অন্যান্য নামিদামি কোম্পানির চাউলের বস্তাও জব্দ করেছি। যেহেতু বিপুল পরিমাণ বস্তা জব্দ করেছি এজন্য সতর্কতামূলক ১০ হাজার টাকা জরিমানা করেছি। একই ধরনের অপরাধ আবার করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, এই মিলে খাদ্য বান্ধব ভিজিএফ ও বিভিন্ন সরকারি খয়রাতি অনুদানের চাউল অবৈধভাবে কিনে এনে মিলে অন্য চাউলের সাথে সটিং করে উচ্চমূল্যে বাজারজাত করে আসছিল। ২০২২ সালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সহযোগিতায় আব্দুর রহিম ও মুক্তি সরকার পুষ্টি মিলের লাইসেন্স নিয়ে এই অপকর্ম করে আসছিলেন। সরকার পতনের পরও বিভিন্ন ব্যক্তির ছত্রছায়ায় অবৈধভাবে তারা এই কার্যক্রম অব্যাহত রেখেছেন। 

 এবিষয়ে বক্তব্য নিতে মিল মালিকের কাউকে পাওয়া যায়নি। দায়িত্বপ্রাপ্ত থাকলে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন