সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

লরি খাদে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৩:৫২ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরি খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতরা হলেন - জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতখোড় গ্রামের সুরত মণ্ডলের ছেলে রাসেল (৩৬) ও একই উপজেলার সুলতানপুর গ্রামের সাব্বির (৩৪)।

হাকিমপুর থানা পুলিশের ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম ব‌লেন, পাঁচবিবির চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলের লরি আজ দুপুর ১টার দিকে পার্বতীপুরে তেল নেওয়ার জন্য যায়। পথিমধ্যে হিলি-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের ডাঙ্গাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী লরিটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে ম্যানেজার সাব্বির ও হেলপার রাসেল মারা যান। চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস লরিটি উদ্ধারের চেষ্টা করছে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

News Hub