শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সিরাজগঞ্জে বিএনপি নেতা নাজমুলকে শোকজ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১০:০০ এএম

শেয়ার করুন:

loading/img

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সহ-সম্পাদক অ্যাড. নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সইকরা একটি পত্রে এই তথ্য জানানো হয়। একই পত্রে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বরাবর তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এনায়েতপুরে ছাত্রদল নেতার মৃত্যু: দুই বিএনপি নেতার পদ স্থগিত

ওই পত্রে বলা হয়- আর্থিক লেনদেনের মাধ্যমে মামলাবাজির মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন আপনার (নাজমুল ইসলাম) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হলো।

জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক শেখ এনামুল হক এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একই সময়ে নাজমুল হোসেনকে শোকজ ছাড়াও কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুর সব পদ স্থগিত করা হয়েছে। তিনি আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন