রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

খাগড়াছড়ি বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে খাগড়াছড়ি শহরের কেন্দ্রীয় ইদগাহ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা রেজাউল করিম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

আরও পড়ুন

বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক ও পেশাজীবীদের নিয়ে বিএনপির নেতার ইফতার মাহফিল

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে খাগড়াছড়ি পৌর বিএনপির সভাপতি আব্দুর রব রাজার সঞ্চালনায় এতে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু প্রমুখ।

এসময় বক্তারা সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার আহ্বান জানান।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub