সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

loading/img

“নিজ শহর পরিষ্কার রাখি,সবাই মিলে সুস্থ থাকি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রমজানের পবিত্রতা রক্ষায় ঠাকুরগাঁওয়ে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

ঠাকুরগাঁও জেলা যুবদলের আয়োজনে রোববার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, আবাসিক এলাকা ও সড়কে একযোগে শুরু হয় এ পরিচ্ছন্নতা অভিযান। পুরো রমজান মাসজুড়েই চলবে এ অভিযান।


বিজ্ঞাপন


জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ অভিযানে অংশ নেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদর উপজেলা যুবদলের রেজাউল করিম লিটন, সদস্য মাসুদ রানা রনিসহ দলটির অন্যান্য নেতা-কর্মীরা।

জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ জানান, রমজান এলে বাসাবাড়িসহ আবাসিক এলাকাগুলোতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার একটা প্রবণতা দেখা দেয়। এছাড়াও শহরের প্রধান সড়কগুলোতেও ময়লা জমা হয়ে থাকতে দেখা যায় এবং ঈদ বাজারের কারণে মার্কেটের সামনেও নানা ধরনের ব্যাগ ও পলিথিন পড়ে থাকতে দেখা যায়। 

আমরা এ জন্যই আগে নিজ শহরকে পরিষ্কার রাখতে এ উদ্যোগ নিয়েছি। এভাবে প্রত্যেক শহরে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে পুরো দেশটাই পরিষ্কার হবে। আমাদের এ কর্মসূচি পুরো রমজানজুড়েই চলবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন