সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষণ ও নারী হেনস্তার প্রতিবাদে জয়পুরহাটে মহিলা দলের মানববন্ধন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

আছিয়া ধর্ষণসহ দেশে নারীদের প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জয়পুরহাট জেলা  মহিলা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে দুপুরে শহরের পাঁচুরমোড়ে জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এসময় বক্তব্য দেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহ-সাধারণ সম্পাদক নাজমা খানম রূপালী, জেলা কৃষকদের আহ্বায়ক সেলিম রেজা ডিউক ও সদস্য সচিব মনজুরে মওলা পলাশসহ অন্যান্যরা।

আরও পড়ুন

জয়পুরহাটে ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের মানববন্ধন

বক্তারা বলেন, সম্প্রতি সারাদেশে যেভাবে ধর্ষণের ঘটনা বেড়েছে তা উদ্বেগজনক। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের দ্রুত বিচার নিশ্চিত না হলে এর দায়ভার সরকারকেও নিতে হবে।

এসময় জেলা-উপজেলা ও পৌর মহিলা দলেরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন