বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২২০টি কেন্দ্রে প্রায় ৬০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার (১৫ মার্চ)। এ দিন প্রতিটি কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।
বিজ্ঞাপন
এসময় তিনি বলেন, এ ক্যাম্পেইনে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে না। এ কার্যক্রমে ১৬টি প্রতিষ্ঠানের ৫০০ কর্মী অংশ নেবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সের ৮,৫০০ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪৯,৯৬০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. পল্লবী সুলতানা বলেন, ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভাল। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে সেই শিশুকে ক্যাম্পেইনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবেন। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে।
ডা. পল্লবী আরও বলেন, ভিটামিন এ শিশুর স্বাভাবিক দৃষ্টি শক্তি বজায় রাখে ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়। তাই শিশুদের নিয়ে অভিভাবকদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। এটাই আমাদের প্রত্যাশা।
প্রতিনিধি/ এজে