চাঁদপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয় সদস্য দগ্ধ হয়েছেন। শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
বিস্ফোরণের সময় ওই পরিবারের সদস্যরা বাড়ির মধ্যে উপস্থিত ছিলেন, এবং তাৎক্ষণিকভাবে তারা দগ্ধ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোমাত্রই বিকট শব্দে ৬ তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। দগ্ধ ছয়জনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হোসেন সুমন বলেন, ‘দগ্ধ অবস্থায় এখানে ছয়জন এসেছিলেন। তবে অবস্থা আশঙ্কাজনক চারজনকে হওয়ায় ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’
প্রতিনিধি/এইউ