গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
বিজ্ঞাপন
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রাসেল, গাইবান্ধা জেলার অভিভাবক মুফতি খলিলুর ইসলাম জিহাদী, বৈছাআর রংপুর বিভাগ প্রতিনিধি রফিক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল্লাহ, দিবস প্রমুখ।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল হাসান সোহাগ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে শরিফুল ইসলাম আকাশ, জীম, মেহেদী, শিপনের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। নতুবা সারাদেশে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধা বাণিজ্য মেলায় একদল দুর্বৃত্ত আকস্মিকভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ, সদস্য সচিব বায়জিদ বোস্তামী জিম, আতিক, মেহিদীর ওপর হামলা করেছে। এ ঘটনার রাতেই ৩ হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস