সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পাবনায় বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০২২, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

পাবনার বেড়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু মিয়া (৫০) নামে ব্যাটারিচালিত এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ মে) সকালে উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের মোল্লাবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


নিহত বাচ্চু মিয়া উপজেলার মোল্লাপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বেড়া মডেল থানার উপ-পুলিশ পরির্দশক শামীম রেজা জানান, সকাল ৮টার দিকে বেড়া বাসস্ট্যান থেকে রয়েল ডাচ নামের যাত্রীবাহী একটি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি পাবনা-ঢাকা মহাসড়কের মোল্লাবাড়ি নামক স্থানে এসে পৌঁছালে পাশের আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে উঠার সময় বাসের সাথে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক বাচ্চু মিয়া নিহত এবং ভ্যানের অপর তিন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালাতক। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান শামীম রেজা। 

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন