রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ, ৩ বাংলাদেশিকে আটক

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ফেনীর পরশুরাম সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ ও মানবপাচারের অভিযোগে তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।  শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির সুবার বাজার বিওপির সদস্যরা।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- খুলনার জেলখানা ঘাটের মাইজঘাট গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. সেলিম উদ্দিন (২২), পরশুরামের মধুগ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মো. হাসান (৩০) ও একই এলাকার সিএনজি অটোরিকশা চালক তাজুল ইসলাম (৩৮)। 

বিজিবি সূত্রে জানা যায়, ভারতে অবস্থানরত এক বাংলাদেশি নাগরিক সুবার বাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে মধুগ্রামে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায় বিজিবি। অভিযানে এক অনুপ্রবেশকারী, সিএনজি অটোরিকশা চালকসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। 

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, দুই মাস আগে আটক সেলিম বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করে। পরবর্তীতে শনিবার পরশুরামের সুবার বাজার এলাকার হাসানের সঙ্গে যোগাযোগ করে তার সহযোগিতায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। গোপন সংবাদের ভিত্তিতে সুবার বাজার বিওপির টহলদল অভিযান পরিচালনা করে তাদের আটক করে পরশুরাম থানায় হস্তান্তর করেছে। 

পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন