চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ড্রাগন ফলের বাগানে পানি খেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল হালিম শেখ (৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের শাহাজাহানের ড্রাগন ফলের বাগানে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত আব্দুল হালিম শেখ আলমডাঙ্গা উপজেলার মাজহাদ গ্রামের মৃত মহি শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালের দিকে আব্দুল হালিম শেখ একটি কলা বাগানে শ্রমিকের কাজ করছিল। এসময় তার পানি পিপাসা লাগলে পার্শ্ববর্তী শাহাজানের ড্রাগন ফলের বাগানে গেলে বাগানের চারপাশে বৈদ্যুতিক সংযোগ করে রাখা জিআই তারের সঙ্গে পায়ের স্পর্শ হলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
আরও পড়ুন
স্থানীয়রা অভিযোগ করে বলেন, কাউকে না জানিয়ে কিংবা লাল পতাকা না টাঙিয়ে বাগানে চারপাশে জিআই তারে বিদ্যুতের সংযোগ দেওয়ায় এ অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বাগান মালিকের শাস্তির দাবি জানাচ্ছি।
ঘটনার পরপর চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস