বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

টিভিএস আনল সিএনজি স্কুটার, রেঞ্জ ২২৬ কিমি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

loading/img

অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস নতুন সিএনজি স্কুটার এনেছে। যার মডেল জুপিটার সিএনজি। এই স্কুটার ৮৪ কিমি মাইলেজ এবং ২২৬ কিমি রেঞ্জ দিতে সক্ষম। শিগগিরই এই হাইব্রিড স্কুটার বাজারে পাওয়া যাবে। ইতিমধ্যে বাহনটির উৎপাদন শুরু হয়েছে। 

এর আগে আগে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করে বাজাজ অটো। এবার এলো সিএনজি স্কুটার।


বিজ্ঞাপন


জুপিটার সিএনজিতে ১.৪ কেজি ওজনের সিএনজি জ্বালানি ট্যাংক থাকবে। এই ট্যাংকটি সিটের নিচে বুট স্পেসে ইনস্টল করা হয়েছে। আপনি যদি এই স্কুটারটি কেনার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে জানিয়ে রাখি আর বেশিদিন আপনাকে অপেক্ষা করতে হবে না। আগামী মাসেই বাজার কাঁপিয়ে খেলা দেখাতে আসরে নামছে জুপিটার সিএনজি।

c

টিভিএস জুপিটার সিএনজিতে থাকতে চলেছে ১২৪.৮ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। এই ইঞ্জিনটি ৭.১ বিএইচপি শক্তি এবং ৯.৪ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। সিটের নিচে ১.৪ কেজি ওজনের একটি সিএনজি  ট্যাংক রয়েছে এবং পাশাপাশি ২ লিটারের একটি পেট্রোল ট্যাংক রয়েছে এই সিএনজিতে।

আরও পড়ুন: সিঙ্গেল নাকি ডাবল স্ট্যান্ডে মোটরসাইকেল রাখা উচিত?


বিজ্ঞাপন


টিভিএস দাবি করেছে যে এই স্কুটারটি ১ কেজি সিএনজিতে ৮৪ কিলোমিটারের অনবদ্য মাইলেজ দেবে এবং এর মোট পরিসর (সিএনজি + পেট্রোল) ২২৬ কিলোমিটার। সিএনজি স্কুটারটির সর্বোচ্চ গতি  ৮০ কিমি/ঘণ্টা। সিএনজি থেকে পেট্রোল মোডে পরিবর্তনের জন্য একটি বিশেষ বাটন থাকছে। 

tvs

টিভিএস জুপিটার সিএনজির প্রত্যাশিত দাম ভারতে ১ লাখ রুপির মধ্যেই। কিন্তু কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। 

টিভিএসের মতে, এটি খুবই নিরাপদ একটি সিএনজি স্কুটার। নতুন জুপিটার সিএনজি স্কুটারের ডিজাইনে খুব বেশি পরিবর্তন হবে না। আকার এবং অন্যান্য ফিচার্সের দিক থেকে এটি দেখতে অনেকটা  পেট্রোল স্কুটারের মতোই হবে। এই স্কুটারের সামনে মোবাইল চার্জার, সেমি ডিজিটাল স্পিডোমিটার, বডি ব্যালেন্স টেকনোলজি, অল ইন ওয়ান লক এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের মতো বৈশিষ্ট্য রয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর