আইপিএল ২০২৫-এ টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। হারের বৃত্ত ভাঙতে প্রয়োজন ছিল বিশেষ কিছু আর সেই বিশেষ দায়িত্ব এবার পালন করেছেন অভিষেক শর্মা। হায়দরাবাদের ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাত্র ৫৫ বলে ১৪১ রানের অতিমানবীয় ইনিংস খেলে দলকে ৯ বল হাতে রেখেই এনে দিয়েছেন ২৪৮ রানের বিশাল এক জয়।
এই ইনিংসে ছিল ১৪টি চারের সঙ্গে ১০টি ছক্কার ঝড়। ইনিংস শেষে উদযাপনটাও ছিল বিশেষ। সেঞ্চুরির পর পকেট থেকে একটি কাগজ বের করে অভিষেক দেখালেন, যাতে লেখা, ‘This one is for Orange Army’। খেলার পর ম্যাচ শেষে অভিষেক বলেন, “আমি আজকেই এই লেখাটা লিখেছি। সকালে ঘুম থেকে উঠে কিছু একটা লেখার অভ্যাস আমার আছে। হঠাৎ মনে হলো, যদি আজ কিছু করতে পারি, সেটা হবে আমাদের অরেঞ্জ আর্মির জন্য।”
বিজ্ঞাপন
শুধু শক্তিশালী হিট নয়, এই ইনিংসে ছিল নিখুঁত সব শটও। দশম ওভারে যখন মার্কো জানসেন রাউন্ড দ্য উইকেট থেকে বল করছিলেন এবং ফাইন লেগ ফাঁকা ছিল, তখন দারুণ সেন্সে অভিষেক সেই জায়গা দিয়েই দুটি বাউন্ডারি আদায় করেন।
“যারা আমাকে নিয়মিত দেখেন, তারা জানেন আমি খুব একটা ব্যাক-অফ-দ্য-উইকেট খেলি না,” বলেন অভিষেক। “কিন্তু ওরা অফস্টাম্পের বাইরে ভালো পরিকল্পনা করেছিল, তাই কিছু নতুন শট ট্রাই করছিলাম। এই উইকেটে সেটা সম্ভব ছিল, কারণ বাউন্স একটানা ছিল এবং এক পাশের বাউন্ডারিও ছোট ছিল।”
অভিষেক ও ট্রাভিস হেড, এই দুই ওপেনার শেষ চার ম্যাচে ব্যর্থ ছিলেন, ফলে ব্যাটিং নিয়ে চাপ বাড়ছিল সানরাইজার্স ক্যাম্পে। কিন্তু পাঞ্জাবের বিপক্ষে ১৭১ রানের জুটি গড়ে সকল হতাশা দূর করেন তারা। চাপ যে ছিল, তা স্বীকার করেছেন অভিষেকও।
বিজ্ঞাপন
“বললে মিথ্যে বলা হবে যে কোনো চাপ ছিল না। যখন তিন-চার ইনিংসে রান আসে না এবং দলও হারে, তখন চাপ থাকেই,” বলেন অভিষেক। “কিন্তু দল কখনোই নেতিবাচক ভাবনায় যায়নি। সবাই ইতিবাচক ছিল, সবাই অপেক্ষা করছিল এরকম একটা বিস্ফোরণের। আজ সেটা হলো এবং আমরা চার ম্যাচের হারের ধারাটা ভাঙতে পেরেছি, পয়েন্ট টেবিলে টিকে থাকতে এই জয় দরকার ছিল।”
এই জয়ের পর পয়েন্ট টেবিলে দুই ধাপ উপরে উঠে এখন অষ্টম স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।