রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিখোঁজের ২৪ ঘণ্টা পর গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর গর্ত থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রাইসা গ্রামের একটি বাঁশ বাগানের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল রোববার দুপুরে নিজ বাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়।


বিজ্ঞাপন


নিহত শিশু ফাহিম মালিথা (৫) উপজেলার রায়সা গ্রামের সানবাঁধাপাড়ার আব্দুল মালিথার ছেলে।

আরও পড়ুন

চেয়েছিলেন ভিক্ষা, হলেন লাশ

স্থানীয়রা জানায়, রোববার দুপুর ২টা থেকে ফাহিমকে বাড়িতে না পেয়ে গ্রামে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। তাকে কোথাও না পেলে সকলে ধারণা করে বাড়ির পাশে পুকুরে ডুবে গেছে। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দিলে সন্ধ্যায় খুলনা থেকে ডুবুরি টিম নিয়ে খোঁজ করা শুরু করে। গভীর রাত অবধি ডুবুরি টিম খোঁজাখুঁজি করে ফাহিমের মরদেহের সন্ধান করতে পারেননি। আজ সকালে বাড়ির পেছনে বাঁশ বাগানের মধ্যে একটি গর্তে ফাহিমের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, রায়সা গ্রামে ফাহিম নামের একটি শিশুর মরদেহ বাড়ির পেছনের গর্ত থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর