রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দিনাজপুরে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৪, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

loading/img

‘আমার মেয়ের ভবিষ্যৎ আমি দেখব’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে ‘গুড ড্যাডি’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের গুড নেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির অফিস মাঠ প্রাঙ্গনে গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির আয়োজনে আলোচনা সভা, গুড ড্যাডি ক্যাম্পেইন ও শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গুড নেইবারস্ বীরগঞ্জ সিডিপির প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।

আরও পড়ুন

বন্যার্তদের তহবিলে সাড়ে ৪ লাখ টাকা দিল শিক্ষার্থীরা 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন- সিডিপির সভাপতি প্রফুল্ল কর্মকার, সিডিপির অ্যাডমিন অফিসার আসিকুর রহমান, বীরগঞ্জ সিডিপির মেডিক্যাল অফিসার ডা. মেরাজুল ইসলামসহ আরও অনেকে।

thumbnail_1-


বিজ্ঞাপন


অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন- সিডিপির শিশু পরিষদের সভাপতি পলি কর্মকার ও গ্রুপ লিডার সামিরা আক্তার।

আলোচনা শেষে ৩ জন শ্রেষ্ঠ বাবাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন