বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে প্রায় সাড়ে চার লাখ টাকা দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইসলামী ব্যাংক ঠাকুরগাঁও শাখার মাধ্যমে আস-সুন্নাহ-ফাউন্ডেশনের অ্যাকাউন্টে চার লাখ ৪০ হাজার ৫০০ টাকা জমা দেন শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সেন্টমার্টিনে আবারও খাদ্য সংকট
ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই অর্থ সংগ্রহ করেন।
শিক্ষাথীরা বলেন, বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ঠাকুরগাঁও থেকে চার লাখ ৪০ হাজার ৫০০ টাকা সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইসফাক আহমেদ তনয় বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার থেকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনুদান সংগ্রহের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে। ছাত্র এবং ছাত্র আন্দোলনের নামে কেউ যদি কোনো প্রকার চাঁদাবাজি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এমইউ