বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ঢাকা

হাওরের কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি: ঢাকা মেইল

সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেলে দিরাই উপজেলা সদরের থানা পয়েন্টে দিরাই-শাল্লা জনস্বার্থে ও দিরাই সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এত কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশ নেন।


বিজ্ঞাপন


মানববন্ধনে বক্তরা বলেন, দিরাইয়ের হাওর গুলোতে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। এর ফলে সামান্য ঢলের পানিতে বাঁধ ভেঙে চাপতির হাওর, হোরামন্দিরা হাওরসহ বিভিন্ন এলাকার হাজার হাজার হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন হাজার হাজার কৃষক। বিভিন্ন এলাকায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এসব বাঁধ টিকিয়ে রাখতে দিনরাত চেষ্টা করছেন। বাঁধ নির্মাণের কোটি কোটি টাকা লুটপাটের কারণে বাঁধে ফাটল ধরছে এবং বাঁধ ভেঙে গেছে। এখন হাওরের কৃষকরা তাদেও একমাত্র ফসল হারিয়ে দিশেহারা। ক্ষতিগ্রস্থ এসব কৃষকদেও পাশে না দাড়ালে কৃষকরা অনহারে মারা যাবে।

বক্তরা আরও বলেন, কৃষকেরা ঋণ নিয়ে জমিতে ধান চাষ করেছিলেন। এখন তারা ঋণ পরিশোধ করতে পারবে না। এমন পরিস্থিতিতে কৃষকেরা পরিবার নিয়ে কিভাবে চলবে? তাদের ক্ষতিপূরণ না দিলে অনেককে না খেয়ে থাকতে হবে। সন্তানদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তাই তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়ে পিআইসিকে বিল পরিশোধ বন্ধ রাখতে দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দিরাই রিপোটার্স ইউনিটির সভাপতি সৈদুর রহমান তালুকদার, দিরাই-শাল্লা জনস্বার্থে সংগঠনের সদস্য মোস্তাহার মিয়া ও দিরাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম উমেদ আলীর, মাদানী প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল এসএম সায়েম, শাল্লা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আমির হোসেন প্রমুখ।


বিজ্ঞাপন


এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন