সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৮ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

loading/img

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বেশকয়েকটি চাকু, চাপাতি, দা, শাবল লোহার হাতুড়ি ও দেশীয় অস্ত্রসহ ৮টি মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।


বিজ্ঞাপন


পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বড় ধরনের ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে এই চক্রের সদস্যরা।

পরে সোমবার মধ্যরাতে উপজেলার ইছাপুরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতার করা হয়।

munshi

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার শাকতালা গ্রামের হেদায়েত উল্লাহর ছেলে পলাশ মিয়া (২৮), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকড়ি মুকড়ি গ্রামের মো. মজিবুল হকের ছেলে মো.জাকির হোসেন (৩৫), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আব্দুর রব হাওলাদেরর ছেলে মো. শাকিল (২৩), বরিশাল জেলার মুলাদি উপজেলার চর মালিয়া গ্রামেসর মৃত সুলতান মিয়ার ছেলে মো.জামাল মিয়া (৩৬), শরিয়তপুর জেলার শখিপুর উপজেলার ব্যাপারীকান্দি গ্রামের মৃত আলী আকবর মোল্লার ছেলে নুর মোহাম্মদ (৩২), চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের জসিম মজুমদারের ছেলে আহমেদ সবুজ (২৯), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বটকাজল গ্রামের শাহ আলম বিশ্বাসের ছেলে সাদ্দাম বিশ্বাস (৩৯) বরিশাল জেলার মুলাদি উপজেলার চর ভাটামারা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে হৃদয় হাওলাদার (২৪)।


বিজ্ঞাপন


সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সংঘবদ্ধ এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা অপরাধ কর্মকাণ্ড করে বেড়াচ্ছে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে।

মধ্যরাতে দীর্ঘ সময় একাধিক বার অভিযান চালিয়ে রাত ৩টার দিকে সিরাজদিখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে পুলিশ। পরে গ্রেফতার ব্যক্তিদের তল্লাশি করে ২ চাইনিজ কুড়াল, ৩টি দা ৫টি লোহাড় রড ও নীল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন একটি চোরাই পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন