রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

বরগুনার ২২ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী প্রধানমন্ত্রীর ঘর পেয়ে খুশি

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২২, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

loading/img
ছবি : ঢাকা মেইল

বরগুনায় ২২ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পেয়েছেন। এতে খুশি তারা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় বরগুনার খাজুরতলা আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। 


বিজ্ঞাপন


ভিডিও কনফারেন্সে তৃতীয় লিঙ্গের একজনসহ দুইজনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তৃতীয় লিঙ্গের একজন প্রধানমন্ত্রীকে তাদের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের আহ্বান জানান।

সদরের সোনালীপাড়া এলাকার তৃতীয় লিঙ্গের রত্না (ছদ্দনাম)। তিন ভাই-বোনের মধ্যে তিনি মেঝ। আট বছর বয়স থেকে তার পরিবার নিশ্চিত হয় তিনি তৃতীয় লিঙ্গের। এরপর থেকে অযত্ন-অবহেলায় পরিবারের কাছে কেটে যায় আরও তিন বছর। তারপর আর টিকতে পারেননি পরিবারের সঙ্গে। লাকুরতলা খালের পাড়ে তৃতীয় লিঙ্গের ১০-১২ জন মানুষের কাছে রেখে আসেন তার বাবা-মা।

কান্নায় ভেঙে পড়ে রত্না বলেন, ‘বাবা-মা আমাকে জন্ম দিয়ে ফেলে দিয়ে আসলো। অথচ প্রধানমন্ত্রী আমাকে জমিসহ ঘর উপহার দিলো প্রায় ১০ লাখ টাকা দামের। আমিতো ভাবতেই পারিনি যে আমার নামে কোনো জমির দলিল হতে পারে। যখন দলিলে স্বাক্ষর করেছিলাম, তখন চোখ থেকে অঝোরে পানি পড়ছিলো। অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না।’

‘আমরা তো আর ইচ্ছে করে তৃতীয় লিঙ্গের হয়ে জন্মাইনি। তারপরও সব জায়গায় অবহেলিত হতে হয়েছে।’ যোগ করেন রত্না।


বিজ্ঞাপন


এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, প্রাথমিক ভাবে আমরা বরগুনার ২২ জন তৃতীয় লিংগের (হিজরা) দের আশ্রয়ন প্রকল্পের আওতায় এনেছি। আর্থিক সচ্ছলতার জন্য বিভিন্ন আয়বর্ধক প্রকল্প হাতে নিয়েছি। আগামীতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থাও করার প্রচেষ্টা থাকবে।

এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর