গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার পল্লীবিদ্যুত এলাকায় মিক্সার গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিরব ও জুবায়ের নামে ওই দুই শিক্ষার্থী স্থানীয় মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ ছাত্র ছিলেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদত হোসেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে দুই শিক্ষার্থী মোটরসাইকেল করে চন্দ্রা থেকে সফিপুরের দিকে যাচ্ছিল। এ সময় তারা পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে আঞ্চলিক মহাসড়কে থেকে একটি মিক্সার গাড়ী মহাসড়কে ওঠার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জুবায়ের নিহত হযন। স্থানীয়রা নিরবকে উদ্ধার করে সফিপুরে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়।