রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সংস্কারের এক মাস না যেতেই উঠে যাচ্ছে কার্পেটিং

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৩, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা-সগেরপুর এলাকার ২ কিলোমিটার সড়কের সংস্কার কাজের ব্যায় হয়েছে ৬৬ লাখ টাকা। সড়টির সংস্কার কাজ শেষ হয়েছে প্রায় ১ মাস আগে। এরই মধ্যে হাত দিয়ে টানলেই উঠে আসছে সড়কের কার্পেটিং।

কয়েকদিন আগে স্থানীয় এক ব্যক্তি হাত দিয়েই কিছু সড়কটির কার্পেটিং তুলে ভিডিও ধারণ করেন। যা পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সড়ক সংস্কারের ১ মাস না যেতেই কার্পেটিং উঠে যাওয়ায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।


বিজ্ঞাপন


স্থানীয়দের অভিযোগ, অনেকদিন আগে থেকেই সড়কটি সংস্কারে কাজ চলছিল। ২০ থেকে ২৫ দিন আগে নতুন করে কার্পেটিং করা হয় পুরো সড়কটির। এসময় সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে প্রতিবাদ করেন স্থানীরা। কিন্তু এই প্রতিবাদ আমলে না নিয়ে সংস্কার কাজ শেষ করে চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘সামিহা এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এরপর থেকেই গোবরচোপা হাট এলাকায়

সড়কের বিভিন্ন যায়গায় পিচ-পাথর সওে যেতে থাকে। এসব জানার পর ঠিকাদের পক্ষ থেকে জোড়াতালি দিয়ে কার্পেটিং স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

গোবরচাপা হাট এলকার বাসিন্দা সাবেক কলেজ শিক্ষক দেবু জানান, সড়টি সংস্কারে নিন্মমানের কাজ করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়টিতে মানসম্মত কোনো কাজ করা হয়নি। যে কারণে হাত দিলেই কার্পেটিং উঠে যাচ্ছে ও ফাটল দেখা দিয়েছে। পরে এসে ঠিকাদারের লোকজন রিপায়ার করেছে কিন্তু সেটিও খুব ভালো হয়নি।

Nowgon


বিজ্ঞাপন


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করে বলেন, সংস্কার কাজে নিম্নমানের এবং কম পরিমাণে পাথর ও বিটুমিন ব্যবহার করতে দেখা যায়। এসময় ভালোভাবে কাজ করতে প্রতিবাদ করা হয়। পরে কিছু লোকজন এসে বিভিন্নভাবে হুমকি দিয়ে যায়। তাই ভয়ে আর কেউ মুখ খুলে না। এসব দায়সারা কার্পেটিং তুলে ফেলে সড়কটি নতুন করে সংস্কার করার দাবি জানিয়েছেন তারা।

নিজেদের ত্রুটির কথা শিকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সামিহা এন্টারপ্রাইজের সত্বাধিকারী সাইদুজ্জামান সিফাত বলেন, সিডিউলে উল্লেখিত চাহিদা অনুযায়ী সব উপাদানই সরবরাহ করা হয়। কিন্তু টেকনিক্যাল ত্রুটির কারণে এই রকম হয়ে থাকতে পারে। দু’য়েকদিনের মধ্যেই সড়কটি পুনরায় সংস্কার করে দেওয়া হবে।

এই সংস্কার কাজ দেখভাল করার দায়িত্ব ছিল স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের হাতে। জানতে চাইলে বদলগাছী উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন ভিন্ন কথা। তার দাবি, কিছুদিন আগে বিএনপির একটি সভায় যাওয়ার সময় কিছু ব্যক্তির সঙ্গে অনাকাঙ্খিত ঝামেলা তৈরি হয় সংস্কার শ্রমিকদের। পরে তাদের বিরুদ্ধে মামলা হয়। ওই ব্যক্তিরা জেল থেকে বের হয়ে এসব সড়যন্ত্র করছেন। তারাই কার্পেটিং হাত দিয়ে তুলে ফেলে সরকারের সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন