গাজীপুরের কাপাসিয়া উপজেলার পশ্চিম ভিটিপাড়া এলাকায় চোরের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল মোতালেব (৬৬) নামে এক গৃহকর্তা খুন হয়েছেন।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
নিহত আব্দুল মোতালেব উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পশ্চিম ভিটিপাড়া গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির বলেন, বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিবাগত সাড়ে ১২টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুল মোতালেব। পাশের কক্ষে স্বজনদের নিয়ে ঘুমাতে যান তার স্ত্রী।
আরও পড়ুনঃ মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে হত্যা
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী গৃহকর্তা মোতালেবকে চাদর মোড়ানো অবস্থায় দেখতে পান। পরে চাদর সরিয়ে রক্তাক্ত মরদেহ দেখে ডাক চিৎকার শুরু করেন। এক পর্যায়ে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিজ্ঞাপন
ওসি আরও বলেন, ৩-৪ বছর আগে বিদেশ থেকে দেশে আসেন মোতালেব। ঘটনার আগের দিন গরু বিক্রির ৯৩ হাজার টাকা স্টিলের আলমারিতে রাখেন। সেই টাকাও লুট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিড়ি কোঠা দিয়ে চোর ঘরে প্রবেশ করে টাকা লুটের সময় আব্দুল মোতালেবকে হত্যা করে। নিহতের কপাল, গালসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অপরাধীদের গ্রেফতাররসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস