জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর গলাকাটি বিল থেকে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেন (৪০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বগারচর ইউনিয়নের পূর্ব গলাকাটি বিলের পানিতে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
বিজ্ঞাপন
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ হন। আনোয়ার হোসেন পূর্ব গলাকাটি গ্রামের মৃত শুটকু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ ছেলের জন্য ওষুধ কিনতে সারমারা বাজারে যান আনোয়ার হোসেন। এর পর তিনি আর বাড়ি ফিরে আসেনি। আত্মীয় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গা নদীতে ভাসছিল নিখোঁজ প্রতিবন্ধী নারীর মরদেহ
শুক্রবার সকালে গলাকাটি বিলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় আনোয়ার হোসেনের মরদেহটি দেখতে পায়।
বিজ্ঞাপন
পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে সকাল ১০টার দিকে গলাকাটি বিল থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস