ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সদরপুর চন্দ্রপাড়া সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় দুই জন আহত হয়।
বৃহস্পতিবার(১৭ আগস্ট) দুপুরে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতরা হলেন-উপজেলার ঢেউখালী ইউনিয়নের ঠাকুর চর গ্রামের বাবুল শিকদারের ছেলে রিফাত শিকদার (১৬) এবং আহতরা হলেন শামিম মোল্লা (২০) ও মোঃ জুবায়ের (১৭)।
স্থানীয়রা জানান, আহতদের প্রথমে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে শামিম ও রিফাতের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রিফাত শিকদারের মৃত্যু হয়। সে বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং গুরুতর আহত শামিম মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
রেজিস্ট্রেশন বিহীন সদরপুরগামী পালসার ও চন্দ্রপাড়াগামী সুজুকী জিক্সার দুইটি মোটর সাইকেল মুখোমুখী এ সংঘর্ষ হয়।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদের জানান, সদরপুর চন্দ্রপাড়া সড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরবর্তি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে