সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাত খুনের বিচার দাবিতে মানিকছড়িতে পিসিপির বিক্ষোভ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ০৩:৪৯ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারে ২০১৮ সালের ১৮ আগস্ট গুলি করে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা শহীদ তপন-এল্টন ও যুব নেতা পলাশ চাকমাসহ সাত জনকে হত্যাকাণ্ডের ঘটনার বিচার দাবিতে মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি উপজেলা শাখা।

রোববার (১৩ আগস্ট) দুপুর ২টায় হত্যাকাণ্ডের ৫ম বার্ষিকী উপলক্ষে মানিকছড়ি উপজেলার মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


বিজ্ঞাপন


মিছিলটি মানিকছড়ি সরকারি কলেজ গেট হয়ে ধর্মঘরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পিসিপির মানিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা সঞ্চালনায় বক্তব্যে দেন- পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা ও মানিকছড়ি উপজেলা শাখার সভাপতি অংক্য মারমা।

Human chain

ছাত্র নেতা অনিমেষ চাকমা বলেন, নব্য মুখোশ সন্ত্রাসীদের দিয়ে ২০১৮ সালের ১৮ আগস্ট খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজারে ন্যাক্কারজনক হত্যাযজ্ঞ চালিয়ে ছাত্রনেতা তপন-এল্টন ও যুবনেতা পলাশ চাকমাসহ ৭ জনকে হত্যা করেছে।


বিজ্ঞাপন


সমাবেশে অংক্য মারমা বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫২ বছর হলেও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জাতিসত্তাসমূহকে নিজেদের আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য, জাতির অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আর এ লড়াইকে দমন করতে সরকার শাসকগোষ্ঠী পাহাড়িদের ওপর অন্যায় অত্যাচার অব্যাহত রেখেছে।

সমাবেশে থেকে বক্তারা স্বনির্ভর হত্যাকাণ্ডের ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, খুনি-সন্ত্রাসীদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া এবং পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

প্রতিনিধি/এসএস

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন