শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

মহালছড়িতে ৩টি ইটভাটা বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন ২০২৩, ১১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

খাগড়াছড়ি মহালছড়ি উপজেলা প্রশাসন অনুমোদনহীন ৩টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকেলে এই ঘোষণা করা হয়। উচ্চ আদালতের রিট পিটিশন অনুসারে অবৈধ ইটভাটার কার্যক্রম হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে মালিক পক্ষের আপিল পরবর্তী এক বছর পর এই ঘোষণা আসে।


বিজ্ঞাপন


মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি অফিসে ম্যাজিস্ট্রেট মো. আব্দুলাহ খাইরুল ইসলাম চৌধুরী সরেজমিনে উপস্থিত থেকে পরিচালনা করেন।

গত ১৯ জুন সোমবার মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলার অবৈধ ইটভাটার কার্যক্রম ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করতে তিন জেলা প্রশাসক (ডিসি) বরাবর আইনি নোটিশ পাঠান।

পার্বত্য চট্টগ্রামের ইটভাটা মালিকরা রিট পিটিশন দায়ের করলে শুনানি শেষে হাইকোর্ট বিভাগ গত ১৬ ফেব্রুয়ারি রিট পিটিশন খারিজ করে দেন। পরে ইটভাটা মালিকরা আপিল বিভাগে দুটি আপিল দায়ের করলে আপিল নিষ্পত্তি করে রায় দেন এবং চেম্বার কোর্টে দেওয়া স্থিতিবস্থা তুলে দেন। স্থিতিবস্থা তুলে দেওয়ার পরও ইটভাটা মালিকেরা প্রশাসনের সামনে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা আক্তার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১২০৪/২০২২ মূলে ও জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মহালছড়ি উপজেলার সদরে মো. আকতার হোসেন বিসমিল্লাহ ব্রিকফিল্ড, ক্যায়াংঘাটে সাবেক চেয়ারম্যান কিরণ চাকমা ও মো. আব্দুস সালাম পরিচালিত ব্রিকফিল্ড একেএস, ভাড়ায় চালিত কংজরি মারমার কেকে ব্রিকফিল্ড ৩টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন