শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

শীতে গাড়ির যত্ন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ১০:৫৬ এএম

শেয়ার করুন:

loading/img

একটু একটু করে বাড়ছে উত্তরের হাওয়া দাপট। শীতের অনুভূতিও বাড়ছে। নভেম্বর পার হলেই পুরোপুরি শীত জেঁকে বসছে। শীতকালে উদ্ভিদ ও প্রাণীর বাড়তি যত্ন প্রয়োজন। তেমনি করে যানবাহনেরও দরকার বাড়তি যত্ন। কেননা, শীতকালে আবহাওয়া থাকে রুক্ষ। বাতাসে ধুলা-বালির পরিমান বেশি। যা আপনার সাধের গাড়ির ক্ষতির কারণ হতে পারে। জানুন শীতকালে কীভাবে গাড়ির যত্ন নেবেন। 

গাড়ির সম্পূর্ণ চেকআপ


বিজ্ঞাপন


শুধু শীতকাল বলেই নয়, যে কোনও গাড়ি কিংবা মোটরসাইকেলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর তার সম্পূর্ণ চেকআপ করানো প্রয়োজন। যেহেতু এর ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রের সমাহার তাই বৈধ সার্ভিস সেন্টার থেকে দক্ষ মেকানিক দিয়ে অবশ্যই আপনার গাড়িটি ভালোমতো পরীক্ষা করিয়ে নিন। এতে যে শুধুমাত্র পারফরম্যান্স ঠিক থাকবে তা নয় উপরন্তু মিলবে অনভিপ্রেত সমস্যা থেকে সুরাহা।

carব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা

অতিরিক্ত গরম যেমন গাড়ির মধ্যে থাকা ব্যাটারির জন্য যথেষ্ট ক্ষতিকর তেমনি অতিরিক্ত ঠান্ডাতেও দেখা যেতে পারে বেশ কিছু সমস্যা। গাড়ির ব্যাটারি যদি বহু পুরনো হয় কিংবা তাতে অল্প চার্জ থাকে তবে দীর্ঘক্ষণ অতিরিক্ত ঠান্ডার সংস্পর্শে থাকার ফলে সেই ব্যাটারি সম্পূর্ণ ‘ডেড’ হয়ে যেতে পারে। অর্থাৎ তখন হাজারো চেষ্টা করে আপনার গাড়িটি স্টার্ট দেওয়া মুশকিল। এছাড়াও এই ঠান্ডায় যে সমস্ত জায়গার তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছে পৌঁছে যায় সে সব জায়গায় গাড়ির ব্যাটারিতে থাকা ডিসটিল্ড ওয়াটার জমে বরফে পরিণত হওয়ার সম্ভাবনাও দেখা দেয়। তাই সময় থাকতেই এই ব্যাটারির স্বাস্থ্য কোনো ভালো মেকানিক দ্বারা পরীক্ষা করিয়ে নিন।

car


বিজ্ঞাপন


লাইটের অবস্থা পরীক্ষা

শীতের দিনগুলেঅর অধিকাংশ সময়টাই আমাদের কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে কাটে, বিশেষত সূর্যাস্তের পরবর্তী সময়ে অনেক জায়গাতেই গাঢ় কুয়াশায় ঢেকে যায় চারপাশ। এই সমস্ত সময়ে গাড়ির সাধারণ হেডলাইট পর্যাপ্ত দৃশ্যমানতা সৃষ্টি করতে পারে না। তখন প্রয়োজন পড়ে ফগলাইটের। আজকালকার দিনের বেশিরভাগ গাড়িতেই ইনবিল্ড ফগলাইট থাকলেও কম দামের মডেল কিংবা পুরনো গাড়িতে তা দেখা যায় না। সেক্ষেত্রে বাজারে পাওয়া এক্সটার্নাল ফগলাইট অবশ্যই লাগিয়ে নিন আপনার গাড়িতে।

carকুলান্ট

আমরা সকলেই জানি, গাড়ির মধ্যে থাকা ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ ধরনের কুলান্ট ব্যবহার করা হয়। তবে ঠান্ডার দিনেও এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কুলান্ট হিসাবে ব্যবহৃত তরলে এমন এক পদার্থ মিশ্রিত থাকে যা সহজে ঠান্ডায় জমে যেতে পারে না। সে কারণে অবশ্যই কুলান্ট চেম্বারের মধ্যে থাকা তরলের পরিমাণ দেখে নেওয়া উচিত। বিশেষত অতিরিক্ত ঠান্ডাপ্রবণ অঞ্চলে তা একান্তই প্রয়োজনীয়।

উইন্ডশিল্ড

প্রবল বৃষ্টিতে যেমন গাড়ির কাছে পানি জমে বাস্পের সৃষ্টি করে তেমনি ঠান্ডার সময়ে বাইরের বাতাসে সৃষ্টি হওয়া কুয়াশা ও ধোঁয়া একত্রিতভাবে জমা হয় গাড়ির উইন্ডশিল্ডে। স্বাভাবিকভাবেই এর ফলে বাইরের দৃশ্য দেখতে যথেষ্ট অসুবিধা হয় যা ভয়ংকর ঝুঁকিপূর্ণ। এই সময়তে কাজে লাগে এমন এক ধরনের পোর্টেবল যন্ত্র যা গাড়ির মধ্যে লাগালে সহজেই বাস্পকে দূরীভূত করতে সাহায্য করে। এগুলো অবশ্যই ব্যবহার করুন।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন