মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ 

ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

এ উপলক্ষে শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৩টার দিকে গোয়ালপাড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ।


বিজ্ঞাপন


মিছিলটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানেই সমাবেশ করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন - বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সাকিব রানা, সদস্য আলী ইমাম রাব্বি, হরিসংকরপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি কামাল হোসেনসহ অন্যান্যরা।

সে সময় বক্তার বলেন, বর্তমান সময়ে ফিলিস্তিনির ওপরে একের পর এক যে বর্বরতা হামলা চালাচ্ছে ইসরায়েল। সেই হামলায় শুধু ফিলিস্তিন ক্ষতিগ্রস্ত হয়নি, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি মুসলিমের হৃদয়। ইসরায়েলকে আর্থিকভাবে দুর্বল করতে সারা বাংলাদেশ তথা ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে ইসরায়েলি পণ্য চলবে না। এসব ইসরায়েলি পণ্য বিক্রি বন্ধ করতে হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর