images

স্পোর্টস / ক্রিকেট

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক

২৬ জুলাই ২০২৫, ০১:০৯ পিএম

আর মাত্র কয়েক সপ্তাহ বাকি, এরপর মাঠে গড়াবে নারী ওয়ানডে বিশ্বকাপ। এমন সময় অবসরের ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ নারী ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন বার্তায় ৩২ বছর বয়সী এই ব্যাটার তার অবসরের কথা জানান।

বেদা লেখেন, ‘বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে শুরু করে ভারতের জার্সি গায়ে চাপানো, এই পথচলা গর্বের। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে পরিচিতি, শিক্ষা, লড়াইয়ের মানসিকতা। এখন সময় এসেছে খেলা থেকে সরে দাঁড়ানোর। তবে আমি সবসময় ক্রিকেটের সঙ্গে থাকব, ভারতের সঙ্গে থাকব।’

আরও পড়ুন-ভারতকে পেলে শতক হাকিয়ে ইতিহাস লিখেছেন যারা

আরও পড়ুন-এশিয়া কাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান!

তিনি আরও বলেন, ‘ছোট গলি থেকে উঠে এসে কখনও ভাবিনি একদিন বড় স্টেডিয়ামে খেলব। ক্রিকেট শুধু পেশা নয়, এটা ছিল আমার জীবন।’

নিজের বিদায়ের সময় বেদা ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা এবং সতীর্থদের প্রতি।

আরও পড়ুন- ‘ভারত যা করেছে, পাকিস্তান তা ভুলবে না’

আরও পড়ুন- লাস্যময়ী সেই অভিনেত্রী পিছু ছাড়ছেন না কোহলির, একসঙ্গে উইম্বলডনে!

২০১১ সালে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় বেদার। অভিষেক ম্যাচেই করেন ৫১ রান। এরপর তিনি ভারতের হয়ে খেলেছেন ৪৮টি ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডেতে তার মোট রান ৮২৯ এবং টি-টোয়েন্টিতে ৮৭৫।

ভারতীয় নারী ক্রিকেটের স্মরণীয় মুহূর্তগুলোর সঙ্গে জড়িত ছিলেন বেদা। ২০১৭ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের ফাইনালে ওঠায় বড় ভূমিকা রাখেন তিনি। ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।